দিনহাটা সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, ঘটনায় চাঞ্চল্য। বুধবার সকাল প্রাক্তন প্রধানের স্বামী মিন্টু রহমান তিনি অভিযোগ করেন গত রাতে তার বাড়িতে বোমাবাজি চালানো হয়। তবে কে বা কারা এই বোমাবাজি করল তা বলতে পারেননি তিনি। এদিকে এই ঘটনার পরে বুধবার সকালে দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য প্রাক্তন ওই প্রধান কোহিনুর খাতুন বিবির বাড়িতে পৌঁছে যান।

কথা বলেন পরিবারের লোকেদের সাথে। গতরাতে বোমাবাজির পর পুলিশ এসে সেখান থেকে আরও একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান তৃনমূল নেতৃত্ব , তারা অভিযোগ করেন সাহেবগঞ্জের তিন থেকে চার জায়গায় পরিকল্পিতভাবে বিজেপি এধরনের ঘটনা ঘটিয়েছে। পুলিশ প্রশাসনের কাছে দাবী করেন এই ধরনের ঘটনার সাথে যারা যুক্ত তাদের যাতে দ্রুত গ্রেপ্তার করা হয়।