সারের কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি দপ্তর। বৃহস্পতিবার বালুরঘাটে জেলা পরিষদ ভবনে সার ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসে কৃষি দপ্তর ও জেলা প্রশাসন। উপস্থিত ছিলেন এটিএম জেলা পরিষদের নবীন চন্দা, ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার অমিত চট্টোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা। কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী চড়া দামে সার বিক্রি করছে। সেই অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণের আগে ব্যবসায়ীদের সতর্ক করতেই এই বৈঠক বলে জানা গেছে। দ্রুত নজরদারি বাড়ানো হবে বলেও ইঙ্গিত মেলে।
