শ্রমকোড বাতিল, শ্রমিকের মজুরি বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের জন্য আইন প্রণয়ন, সমস্ত ওষুধের দাম নিয়ন্ত্রণের জন্য কার্যকরী নীতি গ্রহণ করা, সকল প্রকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জামকে জিরো জিএসটি-র আওতায় আনা, শ্রমিকদের সামাজিক সুরক্ষা সহ ১৭দফা দাবিতে আগামী ৯জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট। এই ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে সোমবার বিকালে কোচবিহার শহরে মিছিল করলো বামপন্থী ট্রেড ইউনিয়ন সমূহ এবং ১২ই জুলাই কমিটি।

★এদিন কোচবিহার শহরের পাশাপাশি দিনহাটা শহরেও হয় ধর্মঘটের সমর্থনে মিছিল। এদিন দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নার থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিল শেষে দিনহাটা চৌপথিতে হয় ধর্মঘটের সমর্থনে সভা।
★কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধীদের বিরুদ্ধে সফল করার আহ্বান জানান বর্ষীয়ান শ্রমিক নেতা তারিণী রায়।