সাড়ে চারবছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে(১৫)।মালদহের চাঁচল থানার এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।বর্তমানে আশঙ্কাজন অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু।
অভিযোগ,শুক্রবার সকালে পাড়ার রাস্তায় খেলাধূলায় মত্ত ছিল ওই একরত্তি।তাকে ফুসলিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী এক কিশোর।পরে ওই শিশু রক্তাক্ত অবস্থায় কান্না শুরু করলে প্রতিবেশীদের পাশাপাশি বাবা মাও ছুটে যান।বিষয়টি বালকের বাবা মাকে বলতে গেলে নির্যাতিত শিশুটির পরিবারের কথা কান দেইনি।এমনকি থানায় অভিযোগ করলে প্রাননাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।রক্ত ক্ষরণের ফলে অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থা অবনতি হওয়ায় রাতে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে অভিযোগের ভিত্তিতে বালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন অভিযুক্তকে জুভেনাইল কোর্টে তুলবে চাঁচল থানার পুলিশ। এবিষয়ে নির্যাতিতার বাবা কি জানাচ্ছে শুনে নেব।
বিধায়িকা শ্রীরুপা মিত্র চৌধুরী এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেন।
