উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে রাজনৈতিক অস্থিরতা নিয়েও মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। সোমবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “লোকসভার তরফে রাজ্য সরকারের কাছে সাংসদ ও বিধায়কের উপর হামলার ঘটনায় বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।”তিনি আরও বলেন, “এটা অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। গণতন্ত্রে নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলা অগ্রহণযোগ্য। কেন্দ্র এই বিষয়ে গুরুত্ব সহকারে নজর রাখছে।”কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে প্রশাসনিক আধিকারিকরাও বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়ে রিজিজু বলেন, “মানবিক কারণে রাজনীতি নয়, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
