নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক সেই সময় গতকাল কাক ভোরে সাড়ে পাঁচটা নাগাদ সল্টলেকে তথ্যপ্রযুক্তি নগরীর মহিলা কর্মী কাজ সেরে সল্টলেকের এফডি ব্লকে ভাড়া বাড়িতে যাবার সময় পেছন থেকে এক যুবক বাইকে করে আছে এবং মহিলাকে ফলো করে পৌর ভবনের পাশের গলির মধ্যে নির্জন এলাকায় জাপটে ধরে শ্রীলতাহানি চেষ্টা করে।

চিৎকার করলে ওই ব্যক্তি ওই স্থান ছেড়ে পালিয়ে বাইক নিয়ে চলে যায়। ঘটনার অভিযোগ দায়ের করে দক্ষিণ বিধান নগর থানার পুলিশ তদন্তে নেবে তদন্তকারী আধিকারিকরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাইকের নম্বর সুস্পষ্টভাবে দেখা না গেলেও বাইকে রাখা বড় বড় দুটি ব্যাগ দেখতে পায় প্রাথমিকভাবে পুলিশ ধারণা করে ওই ব্যক্তি কোন পণ্য সামগ্রী সাপ্লাই করতে আসেন। এর পরেই পুলিশ ওই স্থানে নজরদারি করতে থাকে এরপরই আজ সকালে ওই ব্যক্তি আসলে তাকে গ্রেফতার করা হয় পেশায় ফুলের ব্যবসা ,লেকটাউনের বাসিন্দা রাজা মন্ডল কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতকে আজ বিধাননগর আদালতে পেশ করা হবে।