সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করার অভিযোগ।পুরসভাতে লিখিত অভিযোগ জানালেন এলাকার বাসিন্দারা।জানা গিয়েছে ধূপগুড়ি পুর এলাকার সাত নম্বর ওয়ার্ডের মাষ্টার পাড়া এলাকাতে এক ব্যক্তি দোকান ঘর নির্মাণ করছে।অভিযোগ দোকানঘর নির্মাণ করতে গিয়ে সরকারি জায়গা দখল করেছে।সরকারি নিকাশি নালা দখল করে ফেলেছে।নিকাশি নালার মধ্যে পানীয় জলের কল বসানো হয়েছে।

পাশাপাশি দোকান ঘরের সিঁড়ি নিকাশি নালার সাথে জোড়া দিয়েছে।এলাকার বাসিন্দারা বিষয়টি দোকান ঘর মালিকের নজরে আনলেও তিনি কারো কথা কান দেয়নি।এলাকার বাসিন্দা সৌমেন চট্টার্জি বলেন যখন দোকান ঘর নির্মাণ করা হচ্ছিল তখনই আমরা সবাই মিলে সরকারি জায়গা ছেড়ে দোকানঘর নির্মাণ করতে বলি।কিন্ত ওই ব্যক্তি আমাদের কথা শোনেনি।তিনি সরকারি জায়গা দখল করে নির্মাণ করেছে।এতে নিকাশি নালা দিয়ে জল যেতে সমস্যা হবে।আমরা পুরসভাতে লিখিত অভিযোগ জানালাম।
একই বক্তব্য অপর বাসিন্দা মানিক সরকার,তিনিও জানায় সরকারি নিকাশি নালা দখল করে নির্মাণ করেছে।এভাবে কি কেউ সরকারি জায়গা দখল করতে পারে।নিকাশি নালার মধ্যে সিমেন্টের খুঁটি,পানীয় জলের কল বসিয়েছে।পুরসভাতে জানানো হয়েছে।
এবিষয়ে পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন কেউ সরকারি জায়গা দখল করতে পারে না।আমরা সরেজমিনে গিয়ে ঘটনার তদন্ত করে দেখবো।কেউ জায়গা দখল করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য এভাবে প্রশাসনের নজর এড়িয়ে অনেকেই সরকারি জায়গা দখল করে দোকানঘরের সিঁড়ি নির্মাণ করছে।সকলেই চাইছে প্রশাসন এই বিষয় গুলির দিকে নজর দিক।