তৃণমূল মহিলা কংগ্রেস মাথাভাঙ্গা ওয়ান বি ব্লকের কর্মীসভা অনুষ্ঠিত হলো পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বেসরকারি লজে। প্রধান বক্তা জেলা মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, মহিলা ব্লগ সভানেত্রী কল্যাণী রায়, দলের ব্লক সভাপতি শংকর রায় বিশ্বাস, আসবিনা বেগম কুন্তী বর্মন সহ অন্যান্যরা।

জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, খুব শীঘ্রই অঞ্চল সভানেত্রীদের নাম ঘোষণা করা হবে। সেই সাথে পূর্ণাঙ্গ ব্লক কমিটি ও জেলা কমিটি ঘোষিত হবে।
তাছাড়া দুর্গাপূজার সময় জনসংযোগ করার জন্য প্রত্যেকটি পুজো প্যান্ডেলে আমাদের দলের মহিলারা থাকবে। সেই সাথে বিজয়া দশমী থেকে শুরু করে দশমীর পর পর্যন্ত প্রায় প্রত্যেকটি বুথে বুথে মহিলারা সিঁদুর পড়াবে মহিলাদের। সঙ্গে মহিলারা নাড়ু ,মোয়া নিয়ে গ্রামে গ্রামে প্রতিটি বাড়িতে গিয়ে মহিলাদের মিষ্টিমুখ করানোর ব্যবস্থা থেকে শুরু করে জনসংযোগ করবে।
এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কোচবিহার জেলায় প্রতিটি ব্লক অঞ্চল বুক এবং পৌরসভা এলাকাগুলোতে। ২৬ এর নির্বাচনে কোচবিহার জেলায় মহিলারা প্রচারে বেরিয়ে জেলায় নয়টি আসনের মধ্যে ৯ টি আসনেই তৃণমূলের প্রার্থীদের জয়লাভ করবার জন্য দায়িত্ব গ্রহণ করবে।