রবিবার অনুষ্ঠিত হল হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির ৩৭তম বার্ষিক সাধারণ সভা। শহরের এক অভিজাত হোটেলে আয়োজিত এই সভায় সমিতির নতুন কমিটি গঠন করা হয়। পাশাপাশি বিগত বছরের কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় আগামী দিনের পরিকল্পনা, ব্যবসায়ী সমাজের বিভিন্ন সমস্যা এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে বলে জানিয়েছেন সমিতির কর্মকর্তারা।
