ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁ এক গ্ৰাম পঞ্চায়েত মঙ্গলাবাড়ি গুরাস টোল এলাকায় ভুটানের সীমানা প্রাচীর ভেঙে প্রবেশ করে ভুটানের জল।এই পরিস্থিতিতে পলি বালিতে পরিপূর্ণ হয়ে যায় এলাকা। পলির পরিমাণ এতটা বেশি যে এলাকার অনেক বাড়িঘর পলি চাপা পড়ে আছে ।

এই বিষয়টি নিয়ে আলোচনা করতে এদিন ভুটানে গিয়ে কনসুলেট জেনারেল এর সঙ্গে কথা বললেন বিজেপি বিধায়ক বিশাল লামা।আগামীকাল ভুটান প্রশাসনের সঙ্গে রয়েছে বৈঠক। বিশেষ করে মঙ্গলাবাড়ি এলাকায় এই সমস্যা দেখা যায়।
বিধায়ক বিশাল লামা জানান, “ভুটানের জল হু হু করে এলাকায় প্রবেশ করে। প্লাবিত হয় এলাকা। বাসিন্দাদের উঠতে হয় রাস্তায়। এই সমস্যা আমরা তুলে ধরেছি ভুটানের কাছে। যাতে তাঁদের পক্ষ থেকে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়।