৭দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার এনবিএসটিসির কোচবিহার ডিপো আধিকারিককে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি অবস্থান বিক্ষোভে সামিল হলো নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন।
এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের কোচবিহার ডিপো সম্পাদক পার্থ শীল, সংগঠনের নেতৃত্ব রঞ্জিত ধর, সমীর দে, পঙ্কজ মাহাতো, সংযুক্তা নাগ প্রমুখ। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম কুন্ডু, কোচবিহার জেলা সম্পাদক জগৎজ্যোতি দত্ত, শ্রমিক নেতা সুবোধ চক্রবর্তী প্রমুখ।

সংস্থায় কর্মরত বাস চালকদের পাশাপাশি প্রতিনিয়ত নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালন করলেও আশ্চর্যজনক ভাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কন্ট্রাক্টচুয়াল চালকদের বেতন বৃদ্ধির আদেশ দিয়েছে সরকার। অথচ এই সংস্থার কন্ডাক্টর, মেকানিক সহ অন্যান্য শ্রমিকদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে কোন রকম উচ্চবাচ্য করা হচ্ছে না। রাজ্য সরকারের এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে এনবিএসটিসি-র চালকদের পাশাপাশি কন্ট্রাক্টচুয়াল কন্ডাক্টর, মেকানিক সহ এজেন্সি দ্বারা নিয়োজিত চালক ও কন্ডাক্টরদের সমাহারে বেতন দেওয়ার দাবি মূলত উত্থাপন করা হয়েছে এদিন বলে জানান সংগঠনের নেতা পার্থ শীল।
তিনি জানান, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় কর্মরত সমস্ত কন্ট্রাক্টচুয়াল কন্ডাক্টর ও মেকানিকদের দ্রুত বেতন বৃদ্ধি করা, রোষ্টারে প্রতিনিয়ত চালক ও পরিচালকদের রিজার্ভ রাখার ব্যবস্থা, টিএসএ প্রথা বাতিল করে লাভজনক রুটে পুনরায় সংস্থা কর্তৃক বাস চালানো, সংস্থায় কর্মরত এজেন্সি কর্মীদের ইএল, সিএল চালু করা, সঠিক সময়ে বাস চালিয়ে যাত্রী হয়রানি ও শ্রমিক কর্মচারীদের হয়রানি বন্ধ করা, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সমস্ত শূন্য পদে কর্মী নিয়োগের দাবি সহ ৭দফা দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। দ্রুত এই দাবি সমূহ পূরণ করা না হলে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা।