তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো কোচবিহার শহরের রবীন্দ্র ভবনে।
উল্লেখ আগামী ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস , সেই দিনটিকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা প্রতিবছর বিভিন্ন ভাবে উদযাপিত করে থাকে প্রতি বছরের মতো এবারো সেই দিনটিকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা বিভিন্ন ভাবে উদযাপিত করবে। সেই দিনটিকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা কিভাবে উদযাপিত করবে তা নিয়ে কোচবিহার শহরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা।
এদিন এই প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ এর সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

এছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার জেলার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরিন্দ্র নাথ বর্মন সহ অন্যান্য নেতৃত্ব এবং তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে ইচ্ছুক তারাই সংগঠনের প্রতিষ্ঠা দিবসে কলকাতা যাবেন।