মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই খুশির হওয়া পরিযায়ী শ্রমিক পরিবারে। এদিন পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের পরিবারকে মিষ্টিমুখ করালেন তৃণমূল এসসি ওবিসি সেল ।জানা যায় পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, শ্রমশ্রী প্রকল্পে মিলবে ৫০০০ টাকা অনুদান।
রাজ্যে পরিযায়ী শ্রমিকদের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগ এবার “শ্রমশ্রী প্রকল্প”। এই প্রকল্পের আওতায় প্রত্যেক পরিযায়ী শ্রমিককে এককালীন ৫০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ধূপগুড়ি ব্লক তৃণমূল তৃণমূল এসসি ওবিসি সেলের পক্ষ থেকে সোমবার এলাকার একাধিক গ্রামে গিয়ে শ্রমিক পরিবারের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়। নেতারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের ফলে বহু দরিদ্র পরিবার উপকৃত হবে।

করোনা পরবর্তী সময় থেকে শুরু করে বর্তমানেও রাজ্যের বিপুল সংখ্যক মানুষ জীবিকার সন্ধানে ভিনরাজ্যে কাজ করতে যান। এঁদের অধিকাংশই নির্মাণ শ্রমিক, চা শ্রমিক বা ছোট কারখানার শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করেন। বাড়ি থেকে দূরে থেকে কাজ করলেও তাঁদের পরিবার অনেক সময় আর্থিক সংকটে ভোগেন। ঠিক সেই পরিস্থিতি মোকাবিলাতেই “শ্রমশ্রী প্রকল্প” শুরু করেছে সরকার।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারকে আর্থিকভাবে স্বস্তি দেওয়া। পাশাপাশি প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের তথ্যভাণ্ডারও তৈরি করা হবে, যাতে পরবর্তীতে তাঁদের জন্য অন্য সামাজিক প্রকল্পে যুক্ত করা যায়। ধূপগুড়ি ব্লকের এক শ্রমিক পরিবারের সদস্য বলেন, “আমাদের ছেলে বাইরে কাজ করে, বছরে কয়েকবারই বাড়ি আসে। মুখ্যমন্ত্রীর দেওয়া এই ৫০০০ টাকা আমাদের অনেক কাজে লাগবে।”
এদিন ব্লকের বিভিন্ন এলাকায় গিয়ে শ্রমিক পরিবারগুলিকে প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানানো হয়। শ্রমিকদের পরিবারের দাবি, মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ তাঁদের জন্য বড় সহায়ক হবে। এদিকে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিযায়ী শ্রমিকের পরিবার।