বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বুকের পাঁজর ও দাঁত ভেঙে দেওয়ার হুংকার মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির
আবারও বিস্ফোরক মন্তব্য মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির।এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বুকের পাঁজর ও দাঁত ভেঙে দেওয়ার হুমকি।পাল্টা রহিম বক্সির পা ভেঙ্গে ইংরেজবাজার শহরের ঝুলিয়ে দেওয়ার হুংকার বিজেপি নেতৃত্বের।

একুশে জুলাইয়ের কর্মসূচি নিয়ে কালিয়াচকের মিছিল করে।মিছিল শেষে চৌরঙ্গী মোড় এলাকায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন,মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যদি কোন কুৎসিত বক্তব্য রেখেছো যে পেটের ভিতর থেকে আওয়াজটা বেড়াবে সেই পাঁজর ভেঙে দেবো।বন্ধু অধিকারী হিন্দু মুসলিম করছে।যে মুখ দিয়ে হিন্দু মুসলিম করবে সেই মুখেের সমস্ত দাঁত ভেঙে দেব।
পাল্টা জেলা বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন,আব্দুর রহিম বক্সী লাগাতার এসব কথা বলে চলেছে।শুভেন্দু অধিকারীর কে গায়ে হাত দেওয়া তো দূরের কথা ছুঁতে গেলে তার পা ভেঙে ইংরেজবাজার শহরে ঝুলিয়ে দেব।
তিনি কেন এ ধরনের কথা বলছেন এই প্রসঙ্গে আব্দুর রহিম বক্সি বলেন,শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার লাগাতার যেভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছে।আর সেই কারণেই বলতে বাধ্য হয়েছি।