কোচবিহারের খাগড়াবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে বিজেপির তরফে তুফানগঞ্জ এসডিও অফিসের সামনে রাজ্য সড়কের ওপর অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিন কার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সহ-সভাপতি উৎপল দাস, তুফানগঞ্জ শহর মন্ডল সভাপতি বিপ্লব চক্রবর্তী, ১নং মন্ডল সভাপতি যুগলকিশোর দাস সহ অন্যান্যরা।

এছাড়াও যাদের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছিল তাদের মাথা উদয়ন গুহ অভিযোগ দিয়ে ভৌমিক কেউ গ্রেফতার করতে হবে বলে দাবি করছেন তারা। এদিন অবরোধের ছেড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় তুফানগঞ্জ থানার মোড় থেকে আলিপুরদুয়ারগামী রাজ্য সরকার উপর এসডিও অফিসের সামনে। পরবর্তীতে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বললে অবরোধ তুলে নেন। প্রসঙ্গত গতকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা বিভিন্ন অভিযোগ তুলে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করবেন। সুভেন্দু অধিকারীর কোন ভয় খাগড়া বাড়িতে পৌছলে তার গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সেই ঘটনায় অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। তারই দাবিতে এই এই কর্মসূচি বলে জানিয়েছেন নিজেপি নেতৃত্ব।