বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোচবিহারে কর্মসূচির পাল্টা কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস।এদিন মাথাভাঙ্গা পঞ্চানন মোড় ও মাথাভাঙ্গা দুই ব্লকের ঘোকসাডাঙ্গাতে অবস্থান বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের । এদিন কালো পতাকা হাতে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। NRC সহ বাঙ্গালীদের উপর অত্যাচারের বিরুদ্ধে এই কর্মসূচি। এদিন সাবলু বর্মন বলেন ২১শে জুলাই তৃণমূলের সভার দিন পাল্টা সভা করেন শুভেন্দু অধিকারী। কোচবিহারে শুভেন্দু অধিকারীর কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসেবে এদিনের এই কর্মসূচী। সেই সাথে এদিনের এই কর্মসূচিতে NRC র বিরোধিতা করা হয়।
