বিস্ফোরক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী। চাঁচলের দলীয় কর্মসূচি থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লাথি মেরে কাঁটাতারের ওপরে বাংলাদেশে পাঠানোর হুংকার।পাল্টা রহিম বকশির ঠ্যাং ভেঙে কাঁটাতারের ওপারে ফেলে দেওয়ার হুমকি বিজেপি নেতৃত্বের।এদিনের সভায় উপস্থিত ছিল জেলা তৃণমূল নেতৃত্ব।
বাঙালি শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে আক্রমণের প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে।সেখানেই বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন,বিরোধী দলনেতার পিতৃপরিচয় কি ? মাতৃপরিচয় কি?তার মা তো বাংলাদেশ থেকে এসেছিল।সে নিজেই একটা রোহিঙ্গা। সে সবাইকে রোহিঙ্গা বলছে। ওকে প্রথমে লাথি মেরে কাঁটাতারের ওপারে বাংলাদেশের ফেলে দেব।
কেন তিনি এ কথা বললেন এ প্রশ্নের জবাবে আব্দুর রহিম বক্সী বলেন যে ভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছে। রোহিঙ্গা রোহিঙ্গা বলছে বিরোধী দলনেতা।আর সেই কারণেই তাকে বলেছি তাকে লাথি মেরে বাংলাদেশে কাঁটাতারের ওপারে ফেলে দেবো।মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু কোন কাজ করেনি ওকে গলায় বোল্ডার বেঁধে গঙ্গায় বেঁধে ফেলে দেওয়া হবে হুংকার আব্দুর রহিম বক্সির।
পাল্টা বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, মাঝে মধ্যেই রহিম বক্সি একের পর এক আক্রমণ করছে।তার ক্ষমতা থাকলে সে কিছু করে দেখাক।ওর ঠ্যাং ভেঙ্গে কাঁটাতারের ওপারে বাংলাদেশের ফেলে দেবো। ওর এক ছেলে ওখানে থাকে ছেলের সাথে থাকবে।
পাশাপাশি, ভিন রাজ্য থেকে আসা শ্রমিকরা এখানে এসেছিলেন। তারা তাদের অভিজ্ঞতার কথা শোনান।
