
ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ব্যবসায়ী। ঘটনার দক্ষিণ দিনাজপুরের বংশীহারী এলাকার করতিপাড়া মোড় এলাকার। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম মনজিত মন্ডল। গুলিবিদ্ধ ব্যবসায়ী জানান, রাতে নিজের চার চাকা গাড়িতে ব্যাগে করে বেশ কিছু টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।করতিপাড়া মোড় এলাকায় দুটি বাইকে করে ৪ দুষ্কৃতী এসে তার গাড়ি আটকায়। এরপর প্রথমে তার উইন্ড স্ক্রিনে গুলি চালানো হয়।

এরপর তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর গলায় ও পিঠে গুলি লাগে। ছিনতাই করে নেওয়া হয় তার টাকার ব্যাগ। এরপরেই চম্পট দেয় দুষ্কৃতীর দল। স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ শুনে ছুটে এসে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে আসেন গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত অভিযোগ না জানানো হলেও ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে।