শুট আউট কোচবিহারে, দুষ্কৃতিদের ছোঁড়া গুলিতে মৃত-১, গুরুতর আহত-১। মৃতের নাম সঞ্জীব রায় তার বয়স ৩৪বছর। মৃত যুবক কোচবিহার ১নং ব্লকের ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে বলে জানা গেছে। গুলিবিদ্ধ অপর যুবক মৃতের সঙ্গী বলে খবর।
শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কোচবিহার ২নং ব্লকের ডোডেয়ার হাটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন এই হাটে মাংস কিনতে এসেছিলেন এই দুই যুবক।এরপর কয়েকজনের সাথে তাদের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিবদমান অপরপক্ষ এই দুই যুবকের ওপর এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে।

এর মধ্যে একজনের মাথায় গুলির লাগে, তিনি পড়ে যান মাটিতে। এখানেই মৃত্যু হয় তার। আরেকজনের পায়ের থোড়াতে গুলি লাগে বলে জানা গেছে। তাকে তড়িঘড়ি কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এদিন ঘটনার খবর পেয়েই সংশ্লিষ্ট এলাকায় এসে পৌঁছায় পুন্ডিবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে গুলির খোল সহ সন্দেহজনক বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।