শুক্রবারের ঘটনা পর শনিবার ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্ৰাম পঞ্চায়েতের কুঞ্জনগড় এলাকায় উত্তেজনা ছড়ায়। এদিন গ্ৰামবাসীরা এলাকায় মিছিল করে ও বাজার বন্ধ করে দেয়। এদিন গ্ৰামবাসী ও পঞ্চায়েত ও তার অনুগামীদের মধ্যে বচসা বাধে। ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।
উল্লেখ্য মল প্রক্রিয়াকরণ প্লাণ্ট ফালাকাটা কুঞ্জনগড় বসতে চলেছে কিন্ত শুরু থেকে গ্ৰামবাসী তার বিরোধ করে আসছে। গতকাল ও তার কাজ করতে এলে গ্রামবাসীরা বিরোধিতা করে। পরবর্তীতে বিকেলে দিকে এলাকার দুই তৃণমূল পঞ্চায়েত অসিত কর ও অর্জুন দাস আসে।

গ্ৰামবাসীদের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত অসিত কর তাদের উপর চড়াও হয় মহিলাদের লাথি, ঘুসি মারে। তৃণমূল অভিযোগ বিজেপি গ্ৰামবাসীদের উসকানি দিয়ে তাদের পঞ্চায়েত সদস্য উপর আক্রমণ চালিয়েছে। দুই পক্ষ গতকাল ফালাকাটা থানায় অভিযোগ করে। শনিবার সকালে এলাকায় মিছিল করে বাজার বন্ধ করে গ্ৰামবাসী। এদিন সকালে পুলিশ এসে তদন্ত শুরু করে। ঐ সময় পঞ্চায়েত অনুগামী ও গ্ৰামবাসী এলাকায় জড়ো এবং এতে এলাকায় উত্তেজনা ছড়ায় যদিও পড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। গ্ৰামবাসীরা জানান শনিবারও পঞ্চায়েত সদস্যরা গ্ৰামবাসীদের হুমকি দিয়েছে।
অপরদিকে পঞ্চায়েত সদস্য অসিত কর জানায় শুক্রবার এলাকায় এসেছিলেন যখন ফিরে যাচ্ছিলেন তখন প্রায় পঁচিশ জন মহিলা পুরুষ ঘিরে ধরে তার উপর আক্রমণ চালায়। পরবর্তীতে থানায় অভিযোগ করেন ।