শীতলকুচি ব্লকের ঘুঘুড়ারডাঙ্গা এলাকায় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।
জানা যায় পারিবারিক অশান্তির জেরে এমন ঘটনা ঘটলো বলে মন্তব্য করতেন প্রতিবেশীরা। যদিও এক প্রতিবেশী জানান গতকাল তাদের বাড়িতে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে নাতি ও নানার মধ্যে ঝগড়া হয়। এতে এই ঝগড়ায় অসন্তুষ্ট ছিলের নানী। এই নিয়ে ওই মহিলা ও তার স্বামীর মধ্যে বিবাদ লাগে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এমনকি আজ সকাল বেলায় তাদের মধ্যে বিবাদ ছিল বলে সূত্রে মারবে জানা যায় ।

ওই বাড়িতে স্বামী স্ত্রী ও নাতি ছাড়া আর কেউ থাকেনা যদিও ঝগড়ার পরেই না থেকে নিজের বাপের বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু আজ সকাল বেলায় ওই মহিলার স্বামী বাজারে যান দোকান করতে সেখান থেকে ফিরে এসে দেখেন তার স্ত্রী বাড়ির এক ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে । তারপরে চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং এলাকা প্রতিবেশী লোকজন জড়ো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে থানা নিয়ে আসে।
তবে কি কারনে ঐ মহিলা এমন ঘটনা ঘটালো তা স্পষ্ট নয় পুলিশ জানায় ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জানা যায় ওই মহিলার নাম আছমা বিবি বয়স ৪৮বছর।