বৃহস্পতিবার সকালে শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত পেটলা নেপরা এলাকায় এক প্রৌঢ়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় । জানা যায় পেটলা নেপরা এলাকার এক প্রৌঢ় তার নিজের শোয়ার ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে ।পরিবারের বড় বৌমা ,শ্বশুরমশাই কে ডাকাডাকি করে কিন্তু ঘর থেকে কোন সারা না আসায় দরজা খুলতেই দেখা যায় ওই প্রৌঢ়ের ঝুলন্ত দেহ। পরবর্তীতে পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা ছুটে আসে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিশ এবং দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ তবে কি কারনে প্রৌঢ় এমন ঘটনা ঘটালো তার স্পষ্ট নয়, পুলিশ জানায় ময়নাতদন্তের পর কারণ জানা যাবে।মৃত্ ওই ব্যক্তির নাম বাচ্চাই মিয়া বয়স ৮৩ বছর।
