শীতলকুচি ব্লকের পন্ডিতপাড়া এলাকায় ফুল তুলতে গিয়ে বিদ্যুতের শক লেগে মৃত এক প্রৌঢ় ।
জানা যায় এক প্রৌঢ় পূজার ফুল তুলতে গিয়ে বিদ্যুতের শক লেগে মারা যায়। জানা যায় ওই ফুল গাছের সঙ্গে বিদ্যুতের তার সংযোগ ছিল কিন্তু ওই প্রৌঢ় কোনভাবেই বুঝতে না পেরে সেই গাছের থেকে ফুল তুলতে গেলে বিদ্যুতের শখ লেগে সেখানে লুটিয়ে পড়ে।
পরিবারের লোকেরা ও প্রতিবেশীরা ওই প্রৌঢ়কে উদ্ধার করে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিশ এবং দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা যায় ওই প্রৌঢ়র নাম দেবেন্দ্র নাথ বর্মন বয়স ৭৫ বছর।
