শীতলকুচি থানায় কর্মরত এক সিভিক ভলান্টিয়ার মৃত্যুকে ঘিরে শোকের ছায়া পুলিশ মহলে।
জানা যায় গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট পিঞ্জির ঝাড় গ্রামের যুবক কৃষ্ণেন্দু রায় প্রামানিক, শীতলকুচি থানার কর্মরত সিভিক ভলান্টিয়ার, গতকাল নাইট ডিউটি ছিল গোসাইরহাট বাজারে।সেই ডিউটি অবস্থায় হঠাৎ করে হৃদ আক্রান্ত হয়ে মাটিতে বসে পড়ে। তারপরে ডিউটিতে থাকা সহ বন্ধুদের শীতলকুচি হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান শীতলকুচি থানার পুলিশ। পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে পুলিশ সূত্রে জানা যায় ময়না তদন্তের পরেই পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়।
