শীতলকুচি গোলেনাওহাটি এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের গন্ডগোল ,ঘটনাস্থলে পুলিশ । জানা যায় দীর্ঘদিন ধরে জমি চাষ করে আসছিলেন আফজাল হোসেন। অভিযোগ এদিন সেই জমি জবরদখল করতে দলবল নিয়ে আসে ফজলু মিয়া, তারা এসে ধানের চারা রোপন করা শুরু করে। সেই সময় আফজাল হোসেনের পরিবারের সদস্যরা বাধা দেয় । জানা যায় ওই জমিটি ফজলু মিয়ার নামে রয়েছে। অপরদিকে আফজাল হোসেনের একই পরিমাণ জমি ফজলু রহমান কাছে রয়েছে।

কাগজে-কলমে একে অপরের জমি চাষবাস করছে।
আফজাল হোসেনের পরিবারের সদস্য জানায় এই জমির অর্ধেকটা পুকুর ছিল সেটা ভরাট করে তারা জমিটি সমতল করে জমিটি চাষাবাসের যোগ্য করে তুলেছেন , সেটা দেখেই ফজলু মিয়া জমিটি জবর দখল করতে এসেছে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
অপরদিকে ফজলু রহমানের অভিযোগ তার দিদা জমিটি তাকে দেয়, জমিটি তারা নিজেদের মধ্যে বদলাবদলি করে নেয়। এখন তার বাড়ি বানানোর জন্য জমির প্রয়োজন৷ জমিটি তারা চাষবাস করছে বলে অপরপক্ষ দাবী করছে বলে জানান তিনি।