শীতলকুচির বিজেপি বিধায়ককে হেনস্থার প্রতিবাদে মাথাভাঙ্গা মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির।
বৃহস্পতিবার সকালে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের গোঁসাইরহাট কালি মন্দিরে পুজো দিতে এসে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। এদিন গুরুপূর্ণিমা উপলক্ষে পুজো দিতে আসেন তিনি। পুজো দিয়ে বের হবার সময় মন্দিরের সামনেই বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ।উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও। মহিলাদের সাথে বচসা বাধে বিধায়কের। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে যান শীতলকুচি থানার পুলিশ।

এদিন মাথাভাঙ্গা মহকুমা শাসকের দপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন। তিনি বলেন, একজন বিধায়ক পুজো দিতে গেলেও তাকে হেনস্থা করা করা হচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে কোথায় নেমে গেছে তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, এই ঘটনার তীব্র ধিক্কার জানানো হচ্ছে, কারণ এটা ধর্মের ওপর আঘাত। এই ঘটনার সাথে যুক্তদের প্রশাসন যদি গ্রেপ্তার না করে, তাদের বিরুদ্ধে যদি কোন আইনী ব্যবস্থা গ্রহণ করা না হয়, আগামী দিনে পথে নেমে আন্দোলন করবে বিজেপি। মাথাভাঙ্গা মহকুমায় এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে এবং দোষীদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন এই দাবি নিয়েই এই দিনেই বিক্ষোভ কর্মসূচি পাশাপাশি মাথাভাঙ্গা শাসকের সাথে কথা বলবেন তারা বলে এদিন জানান বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিত বর্মন।