সোমবার দুপুর প্রায় ১টার সময় শীতলকুচি ব্লকে শুরু হয় পুজো মণ্ডপ দর্শনের কর্মসূচি। এদিন এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বিশেষভাবে উপস্থিত হয়ে এলাকার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।
তিনি প্রথমে যান বড়মরিচা বাজারের প্রাচীন দুর্গাপূজা মন্দিরে।

সেখান থেকে তিনি পা বাড়ান শীতলকুচি বাজারের থানাপাড়া পূজা মণ্ডপে। দর্শন শেষে তিনি জানান, গোটা দিন জুড়ে শীতলকুচি ব্লকের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখবেন এবং সবার সঙ্গে পূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করবেন।
মণ্ডপ দর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ। পূজা কমিটির সদস্যরা চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে পূজা প্রাঙ্গণে উপস্থিত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।