শীতলকুচিতে মোট ৩২ জন উপভোক্তাকে পাট্টা প্রদান করল পশ্চিমবঙ্গ সরকার।
এদিন শীতলকুচির বিডিও অফিসের মিটিং হল ঘরে এই কর্মসূচির আয়োজন করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, শীতলকুচি ৫০ সমিতি ও সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আজ উত্তরবঙ্গের আটটি জেলায় একযোগে পাট্টা বিতরণ কর্মসূচি হয়েছে মুখ্যমন্ত্রীর উদ্যোগে। মুখ্যমন্ত্রী নিজে ভার্চুয়াল জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে যুক্ত হয়ে পাট্টা বিতরণের দৃশ্য প্রত্যক্ষ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলকুচির বিডিও সোফিয়া আব্বা, বি.এল.আর.ও প্রভাস পাঠান, শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন, ভূমি ও ভূমি সংস্কার কর্মদক্ষ দীপক রায় প্রামানিক, শীতলকুচি মহাবিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তপন কুমার গুহ সহ বি.এল.আর.ও অফিসের অন্যান্য আধিকারিকরা।এদিন মোট ৩২ জন উপভোক্তার হাতে পাট্টা তুলে দেওয়া হয়।