বেহাল রাস্তা যাতায়াতের অযোগ্য, সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি শীতলকুচি ব্লকের মধ্য গোলেনাওহাটি শর্মা পাড়া এলাকার ।
জানা যায় মধ্য গোলেনাওহাটি শর্মা পাড়া এলাকায় এক কিলোমিটার রাস্তা বেহাল দশা, এক হাঁটু কাঁদার উপর দিয়েই চলাফেরা করতে হয়, প্রতিনিয়ত ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সমস্ত লোকের অসুবিধা হয়। সেই রাস্তা পাকা করার দাবিতে এদিন স্থানীয় পুরুষ ও মহিলারা রাস্তায় ধানের চারা রোপন করে বিক্ষোভ দেখান ।
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি অতি দ্রুত এই রাস্তা পাকা করা হোক না হলে আমরা এর থেকেও বৃহত্তর আন্দোলনে নামবো।

গ্রামবাসীরা জানান যেকোনো সময় কেউ অসুস্থ হলে যদি ডাক্তারকে খবর দেওয়া হয় তাহলে ডাক্তারের গাড়ি এক কিলোমিটার রাস্তা দূরে রেখে পেশেন্টের বাড়ি আসতে হয়। এছাড়াও প্রসূতি মায়েদের ভীষণভাবে অসুবিধার মুখে পড়তেছে। তাই প্রশাসনের কাছে আমাদের কাতর আবেদন অতি দ্রুত এই রাস্তাটি পাকা করা হোক।
যদিও এ বিষয় নিয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য অভিভাবক কে ফোন করলে তিনি জানান এনআরজিএস এর কাজ বন্ধ থাকায় গ্রামগঞ্জে ছোট ছোট উন্নয়নের কাজ থমকে গিয়েছে। তবে এছাড়াও বিভিন্ন দপ্তরে সেই রাস্তার প্রয়োজনীয় নথি পত্র বিভিন্ন দপ্তরে জমা করা হয়েছে।