বেআইনি করাত কল বন্ধ করতে গিয়ে বাধার মুখে পড়ল বন দপ্তরের কর্মীরা। ঘটনাটি ঘটে শীতলকুচি ব্লকের পঞ্চারহাট বাজার সংলগ্ন এলাকায় । এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশকে নিয়ে অভিযান চালায় বন দপ্তরের একটি দল। অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে করাত কল চালানো হচ্ছিল। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গেলে করাত কলটি সিল করতে বাধা দেয় মালিকপক্ষের পরিবারের সদস্যরা।

পরে করাত কলটির বিভিন্ন সরঞ্জাম সিজ করে বন দপ্তর। বন দপ্তরের শীতলকুচি রেঞ্জার মোহাম্মদ রাশেদ জানান, অভিযোগ পেয়ে ওই করাত কলে অভিযান চালানো হয়। কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি করাত কল কতৃপক্ষ।করাত কলটির বিভিন্ন সরঞ্জাম সিজ করা হয়েছে। এবিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
কল মালিক নহিরুল ইসলাম জানান, তাকে তিনদিন আগে ফোন করে জানানো হয় করাত কলটি বন্ধ রাখার। শুক্রবার বনকর্মীরা এসে তার কলটি বন্ধ করতে বলে। তিনি মিলটি বন্ধ করেন নি, তিনি সময় চান। প্রশাসনের নিরপেক্ষতা নেই বলেও জানান তিনি।