গোপন সূত্রের খবর পেয়ে গতকাল রাতে গোলেনাওহাটির গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাসারপাড়া এলাকা থেকে রাতের বেলায় এক যুবককে পাকড়াও করেন শীতলকুচি থানার পুলিশ। জানা যায় তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ধারালো ছুড়ি ও দেশীয় আগ্নেয় অস্ত্র এবং একটি কার্তুজ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েন কাঁসারপাড়া এলাকায়। যদিও পুলিশ সূত্রে জানা যায় ওই ধৃত নাম আওলাদ মিঞা বয়স ২২। ধৃত বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অজু করা হয়েছে। তবে কি করে তার কাছে অস্ত্র এলো তা তদন্ত শুরু করেছেন পুলিশ।
