শীতলকুচির বিডিও অফিস সংলগ্ন পূর্ব মধ্য শীতলকুচি এলাকায় ঘটলো দুঃসাহসিক চুরির ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের লোকজন চিকিৎসার জন্য হসপিটালে গেলে বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুষ্কৃতীরা ঘরে প্রবেশ করে। তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও আলমারি ভেঙে প্রায় ৬৫ হাজার টাকা নগদ অর্থ ও সোনার গয়না নিয়ে চোরেরা চম্পট দেয়।
ঘটনার খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বাড়ির মালিক জানান, পরিবারের অনুপস্থিতির সুযোগ নিয়েই চুরির ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন।
