শিশু মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ময়নাগুড়ির আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়।
জানা গিয়েছে গত শুক্রবার আমগুড়ি রামসাইগামী পূর্ত দপ্তরের রাস্তায় একটি দ্রুতগতি সম্পন্ন বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছিল ছয় বছরের এক শিশু। এরপর টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে মঙ্গলবার রাতে সেই শিশুটির মৃত্যু হয় এরপরই বুধবার সন্ধ্যা নাগাদ শিশুটির দেহ ময়নাতদন্তের পর বাড়িতে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়ে আমগুড়ি পূর্ব বড়গিলা এলাকার বাসিন্দারা। তাদের দাবি কেন পুলিশ ঘাতক বাইক চালককে এখনো গ্রেফতার করেনি।অবিলম্বে অভিযুক্ত বাইক চালককে গ্রেফতারের দাবিতে এদিন সন্ধ্যা নাগাদ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। এরপর ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী তাদের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকার বাসিন্দারা।
