ফের চা বাগানে চিতাবাঘের উপদ্রব।শিশুকে তুলে নিয়ে গেল চিতাবাঘ।বাড়ির গেটের সামনে থেকে আড়াই বছরের শিশুকে তুলে নিয়ে গেল চিতাবাঘ।ঘটনায় চাঞ্চল্য এলাকায়।ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের কলাবাড়ি চাবাগানের হোলাস লাইন এলাকায়।জানা যায় শুক্রবার সন্ধ্যায় আড়াই বছরের শিশু বাড়ির সামনে গেটের কাছে আসতেই হঠাৎই চিতাবাঘের নজরে পড়ে।চিতাবাঘের নজরে পড়তেই শিশুটিকে নিয়ে মুহুর্তে এলাকা ছাড়ে চিতাবাঘটি।ঘটনা দেখতে পায় স্থানীয় এক বয়স্ক ব্যক্তি বলে স্থানীয় সুত্রে খবর।

ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে ঐ শিশুর খোজে তল্লাশি চালাতে শুরু করে এলাকার লোকজন।জানা যায় ঐ শিশুর নাম আয়ুব ওরাও।এরপর বাগানে তল্লাশি চালাতে গিয়ে বাগানের ১৮ নং সেকশনে ঐ শিশুর দেহ উদ্ধার হয়।দেহে বেশ কিছু স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।ঘটনায় জেরে মুহুর্তে ভিড় জমে।স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।ঘটনাস্থলে পৌছায় বানারহাট থানার পুলিশ।ঘটনার খবর পৌছায় বনদফতরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে।বনকর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে