হরিজন বস্তি গেট বাজার সংলগ্ন এলাকায় বুধবার রাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি পরিবারের ঘরবাড়ি। জানা যায়, রাতে পাওনাদারের টাকা শোধ করতে গিয়েছিলেন বিল্লা রাউত। বাইরে যাওয়ার আধা ঘণ্টার মধ্যেই আগুনে ভস্মীভূত হয় তাঁর ঘরের টিভি, শোকেস, আসবাবপত্রসহ সমস্ত জিনিসপত্র। এমনকি ঘরে রাখা অলংকারও রক্ষা পায়নি। এমনকি সম্প্রতি কেনা একাধিক আসবাবপত্রের এখনও ঋণ শোধ করা বাকি ছিল। এই অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে যাওয়ায় গভীর সংকটে পড়েছে তারা।
খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
