ফের একবার লাইনচ্যুত টয় ট্রেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে এদিন পর্যটক নিয়ে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রয় ট্রেনটি। এরপর শিলিগুড়ি পেরিয়ে রংটং এর কাছে পৌঁছতেই লাইনচ্যুত হয়ে পড়ে ট্রয় ট্রেনটি। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর না থাকলেও আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অন্যদিকে লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলের উচ্চ আধিকারিকরা।

এরপর রেলের কর্মীরা পৌঁছে ফির একবার লাইনে তোলেন ট্রয় ট্রেনটিকে। এবং দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেয় টয় ট্রেনটি। তবে কিভাবে লাইনচ্যুত হল তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও ডিআরএইচ সূত্রে জানা গিয়েছে লাইনচ্যুতের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই বললেই চলে। অন্যদিকে যাত্রীরা আতঙ্কিত হলেও আশ্বস্ত করা হয় রেলের তরফ থেকে। তবে প্রশ্ন উঠছে বারবার ট্রয় ট্রেনের লাইনচ্যুত হওয়ার কারণ নিয়ে।