শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের একটি বহুতলের মিটার ঘরে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গেছে এদিন স্থানীয়রাই প্রথমে ওই ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে।পরে এলাকার এক ব্যক্তি প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
