শিলিগুড়ি রাঙ্গাপানি রেলগেট এলাকায় ডাম্পার দুর্ঘটনায় বিপর্যস্ত যান চলাচল।
মঙ্গলবার গভীর রাতে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল একটি বালি ভর্তি ১২ চাকার ডাম্পার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত প্রায় ২ টো নাগাদ শিলিগুড়ি সংলগ্ন রাঙ্গাপানি রেলগেট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে আসা ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে রাঙ্গাপানি ওভারহেডের ব্যারিয়ারে। তীব্র আওয়াজে এলাকা কেঁপে ওঠে। তবে সৌভাগ্যবশত বড়সড় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরই চালক ও খালাসী পালিয়ে যায়।

ঘটনার জেরে সকাল থেকে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিপাকে পড়েন সাধারণ নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুলগামী ছাত্রছাত্রীরা। দীর্ঘক্ষণ ধরে আটকে থাকে বাস, গাড়ি ও টোটোসহ অন্যান্য যানবাহন।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পলাতক চালক ও খালাসীর খোঁজে তল্লাশি চলছে।