শিলিগুড়ির রাজ ফাঁপড়ি এলাকার বৈকণ্ঠপুর জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার বিকেলে পথ চলতি মানুষের চোখে পড়ে জঙ্গলের মধ্যে পড়ে থাকা ওই দেহটি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ভক্তিনগর থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি প্রায় তিন থেকে চার দিন আগের হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দেহে পচন ধরেছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। দেহটি কীভাবে জঙ্গলে এল, এটি খুন না দুর্ঘটনা—সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।