শহরের নাগরিক পরিষেবা এবং পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে শিলিগুড়ি পুরনিগম সম্পূর্ণভাবে ব্যর্থ — এই অভিযোগ তুলে বৃহস্পতিবার হিলকার্ট রোডের অনিল বিশ্বাস ভবন থেকে শিলিগুড়ি পৌর নিগম পর্যন্ত মিছিল করে বিক্ষোভে সামিল হল বামফ্রন্ট। শহরের রাস্তাঘাট, নালা-নর্দমা, পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে সামগ্রিক উন্নয়নের কাজে অচলাবস্থার অভিযোগে সরব হন বাম নেতৃত্ব।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন নগরোন্নয়ন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তিনি বলেন, “শুধু উন্নয়ন নয়, শহরের আইনশৃঙ্খলাও ভেঙে পড়েছে।” তাঁর মতে, বর্তমান তৃণমূল পরিচালিত পুর বোর্ড উন্নয়নের নামে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।
অন্যদিকে, এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, “বামেরা শহরের উন্নয়ন করতে ব্যর্থ ছিল। আজ শিলিগুড়ির যা উন্নয়ন, তা সব তৃণমূলের আমলেই হয়েছে। অশোক ভট্টাচার্য নিজে মেয়র ছিলেন, তখন কী উন্নয়ন করেছিলেন?” — পাল্টা প্রশ্ন করেন তিনি।
বামেরা আরও দাবি করেন, শহরের নাগরিকরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। তাই ভবিষ্যতেও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পাল্টা রাজনৈতিক চাপানউতোরে উত্তপ্ত হয়ে উঠেছে শিলিগুড়ি পুর প্রশাসন ঘিরে পরিবেশ।