শিলিগুড়ি,আজ ২২শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম তিরোধান দিবস। এদিন শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে বাঘাযতীন পার্কে অবস্থিত রবীন্দ্র মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পুরনিগমের শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের মেয়র পারিষদ সোভা সুব্বা, সহ অন্যান্যরা।শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁরা বিশ্বকবির চেতনা ও কৃতিত্বকে স্মরণ করেন।
