DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

শিলিগুড়ি নেতাজী বয়েজ প্রাইমারি স্কুলে আগাম শিক্ষক দিবস উদযাপন

প্রতিটি ছাত্র-ছাত্রীর প্রথম শিক্ষা গুরু হোল তার বাবা মা,এই শিক্ষা ছড়িয়ে দিতে তাদের সন্তানদের হাতে পিতা মাতাকে সন্মান জানানোর পাশাপাশি শিশুদের মুখে ফ্রাইড রাইস ও চিলি ফিস তুলে দেন নেতাজী বয়েজ প্রাইমারি স্কুল।
আগামীকাল সর্বপল্লি রাধাকৃষ্ণানের জন্মদিন, এই দিনটিতে সকল ছাত্র-ছাত্রীরা শিক্ষক দিবস পালন করে থাকে।ঠিক সেই মতে নেতাজী বয়েজ প্রাইমারি একদিন আগে আগাম শিক্ষক দিবস উদযাপন করে স্কুল প্রাঙ্গণে।

ভারতরত্ন সর্বপল্লি রাধাকৃষ্ণান কে শ্রদ্ধা নিবেদন কেক কাটার পাশাপাশি সকল ছাত্রদের মধ্যে তার বাণী ছড়িয়ে দেন প্যধান শিক্ষক সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা।স্কুল কতৃপক্ষ একটু ভিন্ন চিন্তাধারায় ছাত্রদের আলোকিত করেন।এবছর শিক্ষক শিক্ষিকারা কোন প্রকার উপহার ছাত্রদের থেকে না নিয়ে অভিভাবকদের গোলাপ ফুল ও উপহার দিয়ে সন্মানিত করেন।একিই সাথে মিডে মিল হিসাবে আজকের মেনু একটু আলাদামাপের ছিল। ফ্রাইড রাইস ও চিলি ফিস তুলে দেও আ হয় ছাত্রদের মুখে। এই পুরো বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক কাঞ্চন দাস জানান ছাত্রদের মধ্যে পিতা মাতার ভূমিকা বোঝাতে শিক্ষক দিবসে এমন উদ্দ‍্যোগ গ্রহন করা হয়েছে।কাঞ্চনবাবু জানান এই প্রথম কোন স্কুলের মিড ডে মিলে মাছের আয়োজন করেছেন তারা

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন