সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর নেতৃত্বে সম্প্রতি সমস্ত বিরোধী দলের সাংসদরা নির্বাচনী দপ্তরে অভিযানে গেলে দিল্লি পুলিশের পক্ষ থেকে তাদের প্রতি অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রদেশ কংগ্রেস রাজ্যব্যাপী নির্বাচনী দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।
দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকেও আজ, ১২ আগস্ট ২টায় শিলিগুড়ি নির্বাচন কমিশন অফিস গেটের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়। জেলা কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের মৌলিক অধিকার রক্ষায় এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়া, জেলা নেতৃত্বের আহ্বান— সাধারণ মানুষ, কংগ্রেস কর্মী-সমর্থক, এবং গণতন্ত্রপ্রেমী নাগরিকদের আজকের বিক্ষোভে যোগ দিয়ে ঐক্যবদ্ধ কণ্ঠে ভোটার তালিকা স্বচ্ছকরণ ও ভোট চুরি রুখতে সোচ্চার হতে হবে। শিলিগুড়ির রাজনৈতিক মহলে এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি হয়েছে।
