শিলিগুড়ি স্টেডিয়াম এর কাছে তিলক রোডে একটি নার্সিংহোমে আগুন। খবর পেয়ে ছুটে এল দমকলের একটি ইঞ্জিন এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা। নার্সিংহোম সূত্রে জানা যায় সোলার প্যানেলে শর্ট সার্কিট হওয়াতেই ধোঁয়া দেখা দিয়েছিল তারপরেই খবর দেওয়া হয় দমকল বিভাগকে।
ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি দমকলের একটি ইঞ্জিন ,পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা।

যেহেতু নার্সিংহোমে আগুন ফলে রোগী এবং রোগীর পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। তবে খুব দ্রুত শিলিগুড়ি দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও নার্সিংহোমে আতঙ্ক ছড়ায়। পুলিশ এবং দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে ছাদের সোলার প্যানেলেই শর্ট সার্কিট হয় এবং ধোঁয়া দেখা দিয়েছিল। তবে ছাদে ওই নার্সিংহোমের কর্মীদের রান্নার প্রচুর গ্যাস সিলিন্ডার ছিল তাতে আগুন লেগে গেলে বিপত্তি হতে পারতো। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় দমকল বিভাগ ঘটনাস্থলে এসে নার্সিংহোম কর্তৃপক্ষের অগ্নি নির্বাপন ব্যবস্থা ব্যবহার করেই আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে দমকল কর্মীরা জানিয়েছেন ছাদে টিনের চাল লাগানো হয়েছে বিল্ডিং প্ল্যান অনুযায়ী তা ঠিক কিনা খতিয়ে দেখা হবে। নার্সিংহোমের অগ্নি নির্বাপন ব্যবস্থা ব্যবহার করে দমকল কর্মীরা আগুন নিভিয়েছেন বলেও জানান দমকলের আধিকারিক।