শিলিগুড়ি টাউন স্টেশনকে হেরিটেজ তকমা দেওয়ার পাশাপাশি রাত্রিকালীন ট্রেন পরিষেবা চালুর বিষয়ে রেল মন্ত্রকে দাবি জানিয়েছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেই দাবি মেনেই অবশেষে রেলমন্ত্রক থেকে বিধায়ককে জানানো হয়েছে টাউন স্টেশনকে হেরিটেজ তকমা দেওয়ার সঙ্গে সঙ্গে বাকি দাবিদাওয়া নিয়েও রেলমন্ত্রকের তরফে কাজ শুরু হয়েছে।

বিধায়ককে সরাসরি চিঠি দিয়ে এমনটা জানানো হয়েছে বলে জানান শঙ্করবাবু। খুব স্বাভাবিকভাবেই বিধায়ক রেল মন্ত্রকের এই পদক্ষেপে খুশি। যদিও বিধায়কের দাবি রাজ্য ও কেন্দ্র একসঙ্গে মিলিত হয়ে কাজ করলে পশ্চিমবঙ্গ তথা শহর শিলিগুড়ির উন্নতি সম্ভব হবে। যদিও এই রাজ্য সরকারের তরফে এমন পদক্ষেপ দেখা যায় না। এই প্রসঙ্গে প্রাক্তন মেয়র তথা মন্ত্রী অশোক ভট্টাচার্যের কথা তুলে তিনি জানান, একসময়ে মন্ত্রী থাকাকালীন অশোকবাবু বারবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে গিয়ে একাধিক দাবিদাওয়া পূরণ করতেন। যার ফলে শহরে উন্নয়ন হয়েছে। যা এখনকার দিনে বিরল।