শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে পালিত হল ২১১ তম ভানু জয়ন্তী। রবিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কবির প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ির সাংবাদিক মহল। ভানু জয়ন্তী বিশ্বজুড়ে গোর্খা সম্প্রদায়ের জন্য একটি বিশেষ দিন। কবি ভানুভক্ত আচার্য যিনি ‘আদিকবি’ নামেও পরিচিত, তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে আজকের দিনটি শ্রদ্ধা জাঁকজমক ও গৌরবের সাথে পালিত হয়। নেপালি ক্যালেন্ডার অনুসারে, আষাঢ় মাসের ২৯ তারিখে ভানু জয়ন্তী পালিত হয়। অর্থাৎ ১৩ই জুলাই পালিত হল ভানু জয়ন্তী।

ভানুভক্ত আচার্য ১৮১৩ সালের ১৩ই জুলাই জন্মগ্রহণ করেন। ভানুভক্ত আচার্যই প্রথম নেপালি ভাষায় কবিতা লিখেছিলেন এবং রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্যগুলি নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন। তাই, তাকে প্রথম নেপালি ঔপন্যাসিক এবং কবি হিসাবে বিবেচনা করা হয়।
আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে ভক্তি ও শ্রদ্ধার সাথে পালিত হল ভানু জয়ন্তী। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের পরিচালন কমিটির সকল সদস্য সদস্যাদের পাশাপাশি ক্লাবের সাধারণ সদস্য সদস্যরা। অনুষ্ঠানে রামায়ণ পাঠ, কবিতা আবৃত্তি করেন শিলিগুড়ি সাংবাদিকরা। পাশাপাশি কবির স্মৃতিচারণ করেন সাংবাদিকরা।