কসবা ধর্ষণকাণ্ডের পর কলেজগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি শহরের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজ কর্তৃপক্ষরা এবার সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
শহরের অন্যতম প্রাচীন ও নামজাদা কলেজ শিলিগুড়ি কলেজে বর্তমানে মাত্র ১৬টি সিসি ক্যামেরা রয়েছে, যা কলেজ চত্বরে ও কিছু ক্লাসরুমে সীমাবদ্ধ। এমনকি মুখ্য প্রবেশদ্বারগুলিতেও ক্যামেরা নেই। তাই দ্রুতই আরও প্রায় ৭০টি নতুন সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ জানিয়েছেন, “পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। কলেজের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশে সিসি ক্যামেরা বসানোর কাজ দ্রুত শুরু হবে।”
শুধু শিলিগুড়ি কলেজই নয়, শহরের অন্যান্য কলেজেও নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। কোথাও পুরনো সিসি ক্যামেরা বদলে নতুন ক্যামেরা বসানো হচ্ছে, কোথাও আবার ক্লাসরুমের প্রত্যেক কোণায় নজরদারির ব্যবস্থা নেওয়া হচ্ছে। কসবা কান্ডের জেরে গোটা শিক্ষা মহলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ভিন জেলা থেকেও বহু ছাত্রছাত্রী পড়তে আসে এই শহরে। ফলে নিরাপত্তা নিয়ে আর কোনো শিথিলতা রাখতে চাইছে না কলেজ কর্তৃপক্ষ। সব মিলিয়ে কলেজ চত্বরকে নিরাপদ রাখতে তৎপর শিলিগুড়ির শিক্ষা প্রতিষ্ঠানগুলি।