DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে মহাসাড়ম্বরে আয়োজিত বনমহোৎসব-২০২৫

জেলাস্তরীয় বনমহোৎসব কমিটি ও বনদফতরের সহযোগিতায় সোমবার মহাসাড়ম্বরে আয়োজিত হল বনমহোৎসব ২০২৫। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক চত্বরে এই উৎসবের সূচনা হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বৃক্ষরোপণের মাধ্যমে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পুলিশ কমিশনার সি সুধাকর, এসজেডিএ-র নব নিযুক্ত চেয়ারম্যান দিলীপ দুগ্গার, শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহাকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, বনদফতরের মুখ্য বনপাল ড. কণা তালুকদার, বেঙ্গল সাফারির প্রধান মুখ্য বনপাল রাজেশ যাদব, মহাকুমা শাসক অবধ সিংহল-সহ অন্যান্য উচ্চপদস্থ বন আধিকারিক ও রেঞ্জাররা।


অনুষ্ঠানের শুরুতে এক বিশেষ ট্যাবেলো উন্মোচন করেন মেয়র গৌতম দেব। তিনি জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বেঙ্গল সাফারি উত্তরবঙ্গের গর্ব। প্রতিবছর দূরদূরান্ত থেকে বহু পর্যটক এই পার্কে আসেন। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে খুব শীঘ্রই বেঙ্গল সাফারির মূল ফটকের কাছে স্থাপন করা হচ্ছে পুলিশ ফাঁড়ি।
মেয়র গৌতম দেব জানান, ইতিমধ্যেই শিলিগুড়ি পুলিশ কমিশনারের কাছে এই বিষয়ে আবেদন করা হয়েছে। পুলিশ কমিশনার জানিয়েছেন, একজন অফিসার, দু’জন এএসআই ও ৫-৬ জন কনস্টেবল নিয়ে শুরু হবে বেঙ্গল সাফারি ফাঁড়ির কাজ। এছাড়াও সাফারির ভেতরে পুলিশের বাইক পেট্রোলিং চালু থাকবে যাতে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা রোধ করা যায়।
পুজোর আগে পর্যটকদের জন্য আরও একটি সুখবর — বেঙ্গল সাফারিতে আসছে নতুন চারটি সিংহ শাবক। পুজোর উপহার হিসেবে এই শাবকগুলো শীঘ্রই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সাফারি কর্তৃপক্ষ।
বছরের বিশেষ দিনগুলোতে বেঙ্গল সাফারিতে ভিড় বাড়ে পর্যটকদের। তাই নিরাপত্তার পাশাপাশি সবুজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে এবারের বনমহোৎসব শিলিগুড়ির কাছে এক বড় বার্তা — ‘সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও।’

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন