তৃণমূল নেত্রীর ঘরেই হাঁটুর সমান জল বিপাকে পড়েছেন গোটা পরিবার। বৃষ্টিতে জলমগ্ন ফুলবাড়ী দুইয়ের কাঞ্চন বাড়ি এলাকা। জলের তলায় একাধিক বাড়ি। রান্নাঘর ও সবার ঘরে হাটু সমান জল। মধ্যরাতের পর থেকে ঘুমোতে পারেনি এলাকার মানুষজন। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধির উপর ক্ষোভ উপড়ে দেন স্থানীয় বাসিন্দারা তারা জানান দীর্ঘ ১০ বছর ধরে জল যন্ত্রণায় ভুগছেন ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঞ্চনবাড়ি নিজপাড়া এলাকার বাসিন্দারা ।সামান্য বৃষ্টিতেই জল ঢুকে পড়ে বাড়িতে। পঞ্চায়েত প্রতিনিধিরা শুধু মাত্র এলাকায় মাঝেমাঝে ছবি তুলতে আসে কাজের কাজ কিছুই করেনা।
