দুর্গা পুজো আসতেই মায়ের প্রতিমার সাথে ছবি, ভিডিও করতে ভিড় লক্ষ্য করা যায় কুমারটুলীতে, তবে এই ফটো ও ভিডিওর জন্য সমস্যায় পড়তে হয় মৃৎ শিল্পীদের এমনটাই জানালেন শিলিগুড়ির কুমারটুলির মৃৎ শিল্পীরা। শিল্পীরা জানান, ফটো ও ভিডিও গ্রাফারদের বার বার মানা করা সত্ত্বেও তারা ভিড় করে ঢুকে পড়েন তাদের কারখানায় জার ফলে তাদের যেমন কাজে সমস্যা হয় তেমনি অনেক সময় ক্ষতিগ্রস্থ হয় তাদের তৈরি করা মূর্তি যা ঠিক করতে তাদের উপড়ি খরচ বহন করতে হয়, ফলে এই সমস্ত সমস্যার হাত থেকেই রেহাই পেতে শিলিগুড়ি কুমার টুলির মৃৎশিল্পী নিলু পাল তার কারখানায় বোর্ড লাগিয়েছেন ২০-৩০ মিনিট সময়ে ফটো ১০০ টাকা, ভিডিও ৫০০ টাকা। পাশাপাশি অন্য মৃৎ শিল্পীরা জানিয়েছেন এই বার বাড়ন্ত না কমলে পরবর্তীতে তারাও এই পথেই হাটবেন।
